চট্টগ্রামের তিন এলাকায় বিয়ে বাড়ীতে ম্যাজিস্ট্রেট এর অভিযান। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আয়জক সহ খাবার ফেলে পালাল সব অতিথিরা।
বুধবার ৪-আগস্ট: চন্দনাইশ উপজেলার পৌরসভা এলাকা,চৌধুরী মার্কেট ও বরমা ইউপির কালিহাটে মোট ৩ স্থানে চলে বিয়ের যমযমাট অনুষ্ঠান। প্রতি বিয়ে বাড়ীতে প্রায় ৩শতর উপরে অতিথি। নেই কোন স্বাস্থ্যবিধির বালা। আনুমানিক রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার ভূমি মাহফুজা জেরিন অভিযান পরিচালনা করে।
মাহফুজা জেরিন বলেন; অভিযানের সময় আমাকে দেখে অনেকে বিয়ে বাড়ী থেকে দোড় দেন আবার অনেকে খাবার রেখেই পালিয়ে যান।
৩টি বিয়ে বাড়ীতে কেও স্বাস্থ্যবিধি মানেন নি। সরকারের নির্দেশ অমান্য করা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করার জন্য একটি পরিবার কে ৫হাজার, আরেকটি পরিবার কে ১৫হাজার এবং আরেক টি পরিবার কে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছি। এ সময় বিধিনিষেধ অমান্য করায় ৪ জনকে ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।
No comments:
Post a Comment