ব্রেকিং নিউজ

Post Top Ad

August 01, 2022

রাজশাহীতে এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি -চাঁপাই প্রতিদিন ২৪

 

 

রাজশাহীতে এক লাইনে দুটি ট্রেন মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেছে। এরমধ্যে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। আর অপর ট্রেনটির গতি কম ছিল। ফলে নিরাপদ দূরত্বেই ট্রেনটি থেমে যেতে পেরেছে। সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে রুটে পবা উপজেলার শিতলাই স্টেশনে ঘটনাটি ঘটে।


জানা গেছে, সোমবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে কমিউটার ট্রেনটি রহনপুর যাচ্ছিল। ১ নম্বর লাইনে ট্রেনটি স্টেশনেই দাঁড়িয়ে ছিল। তখন একই লাইনে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ঢুকে পড়ে। গতি কম থাকায় ট্রেনটি নিরাপদ দূরত্বে থেমে যায়। পরে ২ নম্বর লাইন দিয়ে ট্রেনটি বেরিয়ে যায়।


একটি ট্রেন লাইনে থাকলেও পয়েন্টম্যান অন্য ট্রেনকে ঢোকার সিগন্যাল দিয়েছে। একজন ট্রাফিক ইন্সপেক্টরকে ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

No comments:

Post a Comment

Post Top Ad