চাঁপাই প্রতিদিন ডেক্সঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে সর্বচ্চো বিদ্যাপীঠ বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজ মাঠে জলাবদ্ধতা নিষ্কাশনের দাবিতে অত্র স্কুল কলেজ শিক্ষার্থীদের আয়োজনে “আর নয় দুর্নীতি-এবার চাই উন্নতি” এমন স্লোগান নিয়ে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
১৫-০৯-২২ আজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় স্কুল কলেজের সামনে বাঙ্গাবাড়ী বাজার এলাকা জুড়ে মেন রাস্তায় শিক্ষার্থীদের এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
আজকের মানববন্ধন শেষে কলেজ বিভাগের একজন অফিস সহকারির বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগ উঠে; ছাত্ররা বলেন সুন্দর সুষ্ঠ ভাবে কর্মসূচি শেষ করার পরে সকল শিক্ষার্থী স্কুলে ফিরে যাওয়ার সময় ইউসুফ আলী রাজু নামের এক কর্মচারী শিক্ষার্থী এম এম দাইয়ান সহ বেশ কিছু ছাত্রদের গায়ে হাত তুলে। কোন কারন বা প্রসঙ্গ ছাড়ায় ছাত্রদের উপর চরাও হয়। শুনা যায় রাজু একজন ‘মাদকাসক্ত’ যা সমস্ত এলাকার জানা। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের ভাগনে হওয়ায় অতি সহজে অত্র স্কুলে নিয়োগের সুযোগ পেয়েছেন। এমন কি রাজুর কাছে জানতে চাইলে মারধরের ঘটনা অস্বিকার করেন, কিন্তু স্কুলের শাতাধিক শিক্ষার্থী বলেন রাজু ছাত্রদের গায়ে প্রকাশে হাত তুলেছেন। এতে ছাত্রদের ভিতরে উত্তেজনা সৃষ্টি হয়।
উক্ত মানববন্ধন কর্মসুচিতে উপস্থিত ছিলেন: রফিকুল ইসলাম রাজ (প্রভাষক-মনোবিজ্ঞান বিভাগ), রুহুল ইসলাম (প্রভাষক-ইসলামের ইতিহাস), জুয়েল ইসলাম (প্রভাষক-ইংরেজি বিভাগ), গোলাম কাবির (প্রভাষক-বাংলা বিভাগ) ও অন্যান্য শিক্ষক বৃন্দু অত্র কলেজ শাখা, সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ বৃন্দু উপস্থিত ছিলেন।
আজকের উক্ত মানববন্ধন কর্মসুচির মূল স্লোগান ছিলো ‘আর নয় দুর্নীতি-এবার চাই উন্নতি’ এই স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো কর্মসুচি। অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের জলাবদ্ধতা নিষ্কাশন শুধু একমাত্র দাবি বলে জানান সকল শিক্ষার্থীরা।
স্থানীয় সুত্রে ও উক্ত স্কুলের শিক্ষার্থীদের কাছে থেকে জানতে পারি, জলাবদ্ধতার কারন এমন নতুন না প্রতিষ্ঠানের এমন বেহাল অবস্তা চলে আসছে বছরের পর বছর থেকে। তবুও যেন এর সুষ্ঠু সমাধান করার জন্য এত বছরেও কেও কোন উদ্দ্যোগ গ্রহন করেন নি। সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়, ভুমি অফিস, মুক্তিযোদ্ধা সংসদ সহ একটা সরকারি তালিকাভুক্ত ক্লাব। মাঠে পানি জমলে শুধু স্কুল কলেজ যাওয়া সমস্যা হয় না। সমস্যায় পড়তে হয় পাশে থাকা সরকারী কার্যালয় গুলোর এবং আশে পাশে অবস্থিত শতাধিক পরিবারের লোক জনদের।
জানা যায়,স্কুল কলেজে নিয়োগের সময় নিয়োগ বাণিজ্য করে লোক্ষ লোক্ষ টাকা হাতিয়ে নেই স্কুল প্রধান সহ ম্যানেজিং কমেটি। তবে এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে আপত্তি প্রকাশ করেন ভুক্তভোগী’রা। স্কুল মাঠ প্রতি বছর হাট বাণিজ্যের জন্য বিক্রি হয়,সপ্তাহে ২ দিন বসে কাঁচা বাজারের হাট এবং একদিন হয় গরুর হাট। তথ্য আসে গরুর ইজারদারি হাট নিয়ন্ত্রণ করে অত্র স্কুলের সামান্য কেরানি মো: তাইসুদ্দিন। তিনি অত্র স্কুল কলেজের অধ্যক্ষের আত্বিয় (দুলাভাই) সেই সুত্রে সম্পূর্ণ হাট বাণিজ্য সিন্টিকেট নিয়ন্ত্রণ করেন সামান্য কেরানি তাইসুদ্দিন। লোক মুখে শুনা যায় অত্র স্কুলের কেরানি হলেও সে সমস্য দায়িত্ব/মালিকানা পালন করেন, যা অনেক টা আজব ঘটনা শুনে মনে হলেও সত্যি।
শুনা যায়,স্কুল কলেজ মাঠের পানি নিষ্কাশনের আশা হাজার বার প্রতিষ্ঠান দেখিয়েছেন, কিন্তু এখন কোন কার্যকর ভূমিকা কতৃপক্ষ হাতে নেন নি।
ছাত্র ছাত্রীরা বলেন: মাঠে পানি জমে থাকার জন্য তাদের স্কুল যাওয়া আসাতে প্রচুর সমস্যা হয়,পাঁ স্লিপ করে পড়ে গিয়ে হাতে থাকা বই খাতা ভিজে যায়। কোন প্রকার খেলা ধুলা করতে পারেন না,কোন ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে পারেন না। স্কুল এসে এসেম্বিলি করতে পারেন না। মাঠে পানি জমে থাকাটা একটা কমন বিষয় হয়ে পড়েছে অত্র প্রতিষ্ঠানের। এমন বেহাল অবস্থা দেখার যেন কেও নেই।
শিক্ষার্থীরা উচ্চ পদস্থ কর্মকার্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন,অনতিবিলম্বে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন করুন অবস্থা প্রয়জনে সরজমিন তদন্ত করে দ্রুত সঠিক সুষ্ঠ ব্যবস্তা নেওয়ার দাবি জানান আজকের মানববন্ধনে,এমন কি কোন প্রকার ব্যবস্তা গ্রহন না করলে সকল শিক্ষার্থীবৃন্দু আবার ও মানববন্ধনের আহব্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সজিব আলী-আহব্বায়ক বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজ ছাত্রলীগ,মোঃ শাহলাল আলী (কলেজ ছাত্র), শাহিন আলম (কলেজ ছাত্র), মনোয়ার হুসেন (কলেজ ছাত্র), ফাদ্দিন,দায়য়ান,মাসুদ রানা,মাকসুদা, লিজা, সাব্বির, আলামিন সহ প্রমুখ শাতাধিক ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
এদিকে বাঙ্গাবাড়ী ইউনুস স্মরণী স্কুল ও কলেজের অধ্যক্ষ গোলাম মস্তোফা মানববন্ধন করা ছাত্র ছাত্রীদের টিসি দেওয়া হুমকি দেন।
No comments:
Post a Comment