ঢাকার আশুলিয়া এলাকা থেকে র্যাবের অস্ত্রবিরধী অভিযানে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
রবিবার ঢাকার আশুলিয়া থানার কুন্ডলবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রিপন মিয়া, মো. সানোয়ার হোসেন, মো. সানোয়ার হোসেন পাঁঠান, মো. লিটন রেজা ওরফে রাজা, মো. সাইফুল ইসলাম, মো. আহাদ আলী, মো. আশরাফ আলী, মো. আল আমিন, মো. রোকনুজ্জামান।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পাঁচটি হাশুয়া, একটি দা, একটি করাত, একটি চাইনিজ কুড়াল, ২৬৬ পিস ইয়াবা, এক ক্যান বিয়ার, ১১ টি মোবাইল এবং নগদ ১৯ হাজার ৭২৫ টাকা জব্দ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার পাবনার টেক এলাকায় অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়। তারা সংঘবদ্ধ দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। এরা দীর্ঘদিন ধরে আট থেকে ১০ জন দলবদ্ধ হয়ে ঢাকার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ডাকাতি করে আসছিলেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা মাদককাবারিতেও জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
No comments:
Post a Comment