ব্রেকিং নিউজ

Post Top Ad

June 27, 2021

কবিতা: অনৈতিহাসিক রাজতন্ত্র -ছন্দিতা মন্ডল

 


গনতন্ত্রের গদিতে বসে, 

জনগণের ভোট ভিক্ষা করে 

নিজেকে মনে করি রাজা।


গনতন্ত্রে নিয়ে আসি অগনতান্ত্রিক রাজতন্ত্র

দেশবাসীকে রাখি টুঁটি টিপে,

গনতন্ত্রের সত্যের কাছে যুক্তিতক্কো মূর্ছা যায়

নিজেকে বেশ রাজা রাজা মনে হয়---


এভারেস্ট এর চূড়ায় দাঁড়িয়ে, 

পৃথিবীকে রাখি পদতলে

পাহাড়ী তুষার ভেসে যায় নিস্তব্ধ আনমনে

অরণ্য আনেনা কোনো সুবাতাস।


প্রজাপতি, ঘাসফড়িং খেলা করে আপনমনে

তারা বোঝেনা রাজা প্রজার খেলা

মাঝেমাঝে নাভিমূল থেকে উঠে আসে বিষন্ন দীর্ঘশ্বাস

গনতন্ত্রের বীজে বোনা অনৈতিহাসিক রাজতন্ত্র।



অনৈতিহাসিক রাজতন্ত্র

লেখক: ছন্দিতা মন্ডল

কলকাতা,ভারত

No comments:

Post a Comment

Post Top Ad