লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে দুর্বৃত্তদের এলোপাথাড়ি আস্ত্রের আঘাতে হারুনুর রশিদ হারুন (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।
৪-আগস্ট বুধবার: আলমপুর গ্রামে আওয়ামীলীগ নেতা হারুনের উপর হামলা হয়। হামলাকারিরা দ্রুত তাদের কাজ শেষ করে স্থান থেকে পালিয়ে যায়।
বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমির হোসেন হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।।
তিনি আরো বলেন; দুর্বৃত্তদের এলোপাথাড়ি কোপে হারুনের দুই কব্জি,পাঁ,মাথা গুরুতর থাবে জখম হয়। হারুন ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হারুনের এলাকায় আলাদা একটা নাম ছিলো (প্রতিবাদী)। কারন নিতি সব সময় অন্যাযের প্রতিবাদ করতেন।
পুলিশের ও এলাকার বরাতরা বলেন; দুর্বৃত্তদের সঠিক ভাবে দেখতে বা চিনতে পারা যাইনি। আজকের ঘটনা হয়তো তাদের পরিকল্পিত ছিলো। তারা এলোপাথাড়ি কুপিয়ে স্থান ত্যাগ করে।
পুলিশ বলেন এবিষয়ে আমাদের তদন্ত চলছে,আমরা চেষ্টা করবো অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনবো।
No comments:
Post a Comment